সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনলাইনে আয়

আপনাকে স্বাগতম আমাদের এই পেইজে আসার জন্য। এই পেইজ মূলত অনলাইনে আয় সম্পর্কে লেখা হয়েছে। এই পেইজে আপনি কিভাবে অনলাইনে কাজ করবেন, কিভাবে অনলাইনে কাজ করে আয় করবেন এর সম্পুর্ন তথ্য দেওয়া আছে।  অনেকে মনে করেন অনলাইনে আয় করা যায় না। আসলে যারা কোন দিন এর সঠিক পথ পায় নি তারাই এ রকম ধারনা করেন। আর যারা সঠিক পথ পেয়েছেন তারা জানেন অনলাইনে কাজ করে কিভাবে আয় করতে হয়। ১০০% সত্য যে অনলাইনে আয়ের পথ রয়েছে।  এখানে প্রত্যেকটির আলাদা বর্ননা দেওয়া হলো। 
১) সবচেয়ে সহজ পদ্ধতি হলো লেখালেখি করে আয় করা। মনে করুন আপনি ফেইসবুক ব্যবহার করেন, প্রতিদিন কিছু না কিছু লেখেন। এর জন্য অন্য ফেইসবুক ব্যবহারকারী আপনার লেখাটি লাইক দিবে, কমেন্ট করবে ও শেয়ার করবে। এতে আপনার কি লাভ? কোন লাভ নেই। বরং সময় নষ্ট ও এমবি নষ্ট। ফেইসবুক দরকার আছে যোগাযোগের জন্য। আপনার ব্যবহারের জন্য ফেইসবুকের অনেক সুবিধা হচ্ছে। এখন আপনাকে বলতে চাই। যদি আপনি লেখালেখি করে আয় করতে চান, তাহলে এই নির্দেশনাগুলো দেখুন। 
আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট বানাতে হলে কমপক্ষে ৬,০০০ টাকা লাগবে। যদি ওয়েবসাইট থাকে না, আপনি বিনামুল্যে ব্লগসাইট দিয়েও আয় করতে পারবেন। 
আপনি নিজে ইউনিক লেখা লিখতে হবে। কোন কপি করে লিখতে পারবেন না। 
আপনি পাঠক বাড়াতে হবে। 
৪০ হাজার লোক আপনার ওয়েবসাইট পরিদর্শন করলে আপনি প্রায় ২০০০ টাকা করতে পারবেন। যত পাঠক বাড়বে তত টাকা ও বাড়বে। 
বিভিন্ন কোম্পানী যেমন গুগল, ইনফলিঙ্ক ইত্যাদি আপনাকে তাদের বিজ্ঞাপন আপনার সাইটে প্রকাশের জন্য টাকা দিবে। যখন আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট জনপ্রিয় হবে বিভিন্ন প্রতিষ্টান বিজ্ঞাপনের জন্য আপনার সাথে যোগাযোগ করবে।
তাছাড়া আপনি এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারবেন। 
প্রতি মাসে প্রায় ৫০,০০০ টাকা আয় করতে পারবেন যদি ভালো করে জনপ্রিয় লেখক হতে পারেন। 

২) ভিডিও এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন। আপনি ভিডিও তৈরী করে আয় করতে পারবেন। তবে ভিডিও খুব জনপ্রিয় হতে হবে। যে সাইটে আপনি ভিডিও আপলোড করে আয় করতে পারেন তার বর্ননা দেওয়া হলো। 
ফেইসবুক ও ইউটিউব হচ্ছে খুব পরিচিত ওয়েবসাইট। এখানে কোন টাকা বিনিয়োগ ছাড়াই আপনি আপনার ভিডিও দিয়ে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। শুধু আপনি একটি পেইজ তৈরী করতে হবে ফেইসবুকে এবং ইউটিউবে একটি চ্যানেল খুলতে হবে। নিয়মিত ইউনিক ভিডিও প্রকাশ করতে হবে যদি আয় করতে চান।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শ্রীমঙ্গলে রেস্টুরেন্ট এর তালিকা

শ্রীমঙ্গলে রেস্টুরেন্ট এর তালিকা চায়ের রাজধানী বলে খ্যাত শ্রীমঙ্গল। তাই এই স্থানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তার সাথে পর্যটকের মনে বাসা বাঁধে শ্রীমঙ্গল দেখার। যদিও শহর টি ছোট, একটি উপজেলা তবুও অনেক গুনে গুণান্বিত। এর প্রচার প্রসার জেলার চেয়েও বেশি। এক সময় ব্রিটিশের অবস্থান এখানেই ছিল বেশি। দিন দিন দেশি বিদেশি পর্যটকের আগমনে স্থানীয় লোকেরা রেস্টুরেন্ট খুলেছেন শ্রীমঙ্গলে । কয়েকটি রেস্টুরেন্টের নাম এখানে দেয়া হলো ।     ( ১ ) কুটুমবাড়ি - খুবই জনপ্রিয় খাবার পরিবেশনকারী রেস্তোরা। অনেক দিন ধরে সুনাম ধরে রাখছে কারন তাদের খাবারের মান ভালো, পরিবেশ ও ভালো। অর্ডারের পরই খাবার রান্না করা হয়।   তার মানে হচ্ছে টাটকা খাবার। সব ধরনের দেশি ও ইন্ডিয়ান খাবারের ব্যবস্থা রয়েছে। পার্সেলে খাবার নেওয়া যায়। শহরের প্রান কেন্দ্রে স্টেশন রোড এ চৌমুহনা সংলগ্ন এই রেস্টুরেন্ট এর অবস্থান। দুপুরের ও রাতের খাবার এর ব্যবস্থা এই রেস্টুরেন্ট করে থাকে। পর্যটকের জন্য পরিবেশ বান্ধব রেস্তোরা।     ( ২ ) পানসী -  ভালো রুচি সম্মত খাবার পাওয়া যায়। ক...

শ্রীমঙ্গল এর হোটেল লিস্ট

শ্রীমঙ্গল এর হোটেল লিস্ট পর্যটকদের সুবিধার্থে কিছু ব্যবসায়ী আবাসন ব্যাবস্থা করেছেন। সব ধরনের হোটেল রয়েছে এখানে। যারা বাজেট হোটেলে থাকতে চান তাদের জন্য অনেক হোটেল শ্রীমঙ্গলে রয়েছে। মোট হোটেল প্রায় ৫০ টি। বাজেট হোটেল ও পাঁচ তারকা মানের হোটেল আছে। প্রত্যেক হোটেল ১০০ ভাগ নিরাপত্তা রয়েছে। কয়েকটি হোটেলের নাম হলোঃ (১) গ্র্যান্ড সুলতান রিজোর্ট (২) দুসাই রিজোর্ট (৩) নভেম রিজোর্ট (৪) আমার বাড়ী রিজোর্ট (৫) টি হ্যাভেন রিজোর্ট (৬) গ্র্যান্ড সেলিম রিজোর্ট (৭) বালিশিরা রিজোর্ট (৮) হোটেল চা (৯) শান্তি বাড়ী কটেজ (১০) নিসর্গ কটেজ (১১) শ্রীমঙ্গল ইন (১২) টি টাউন হোটেল (১৩) গ্রীন লিফ গেস্ট হাউস (১৪) প্লাজা হোটেল (১৫) লেমন গার্ডেন রিজোর্ট (১৬) গ্রান্ড হোটেল (১৭) নিউ রেডিসন হোটেল (১৮) হার্মিটেজ গেস্ট হাউস।  

বাংলাদেশে দেখার কি কি আছে?

বাংলাদেশে দেখার কি কি আছে? বাংলাদেশ এখন ও অনেকের কাছে অজানা। বিশেষ করে বিদেশিদের কাছে। কারন ইহা একটি ছোট্ট দেশ। ধীরে ধীরে    পর্যটনের পরিচিতি লাভ করতেছে। বাংলাদেশে দেখার অনেক কিছু রয়েছে। কিছু স্থানের নাম নিছে দেওয়া হলো। ·           কক্স বাজার হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। দেশি বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে সব সময়। এই সমুদ্র সৈকত চিটাগাং বিভাগে অবস্থিত। সূর্য অস্ত দেখার উত্তম স্থান। ·           সুন্দরবন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এই বনকে আবার রয়েল বেঙ্গল টাইগার (বাংলার বাঘ) এর বাড়ি বলা হয়। বিশ্বের ম্যানগ্রোভ বনটি খুলনা বিভাগে অবস্থিত। ·           ষাট গম্বুজ মসজিদ। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। ·           বরিশালের ভাসমান বাজার। খুব ভোরে ক্রেতা বিক্রেতা ভিড় করেন বাজারে। প্রত্যেক লোকই তাদের নৌকা ব্যবহার করে বাজার হাঁট করেন। ·       ...