সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সিলেট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সিলেট ভ্রমনের আকর্ষনীয় স্থান সমুহ

সিলেট ভ্রমনের আকর্ষনীয় স্থান সমুহঃ হজরত শাহ জালাল (রঃ) মাজার, হজরত শাহ পরান (রঃ) মাজার, রাতারগুল সোয়াম ফরেস্ট, বিচনা কান্দি, গোয়াইন ঘাট, জাফলং, চা বাগান, লালাখাল, খাদিম নগর ন্যাশনাল পার্ক ও হাকালুকি হাওর।

চা বাগান ভ্রমন । চায়ের রাজধানীতে আপনাকে স্বাগতম

চা বাগান ভ্রমন । চায়ের রাজধানীতে আপনাকে স্বাগতম চায়ের রাজধানীতে আপনাকে স্বাগতম। দুটি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গল। সিলেট বিভাগের শ্রীমঙ্গল একটি উপজেলা সেখানে রয়েছে অসংখ্য চা বাগান। চারিদিকে অনেক সবুজ গালিচার মতো চা বাগান থাকার কারনে শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলে পরিচিত। বেশিরভাগ চা বাগান এই এলাকাতে। পাহাড়ী এলাকায় চা বাগান যেন সবুজের সমারোহ। চারিদিকে সবুজ আর সবুজ। তাকালেই দেখা যায় সবুজ কার্পেটের মতো বিস্তির্ন এলাকা কোথাও পাহাড়ী উপত্যকা যেন শিল্পির হাতে গড়া। সবুজ চায়ের বাগান মনের গ্লানি দূর করে দেয়। এরই মধ্যে দাঁড়িয়ে রয়েছে অনেক ছায়াঘেরা গাছ সেগুলো রোদের উত্তপ্ত তাপ থেকে চা গাছকে সুরক্ষা করে। সৌন্দর্য্য বৃদ্ধিতে তার অবদান অনেক। বেশিরভাগ চা বাগান গুলো ব্যক্তি মালিকানা। কমসংখ্যক সরকারী চা বাগান। উভয় প্রতিষ্টানের চা বাগানে প্রবেশের কিছু নিয়ম নীতি রয়েছে। রাস্তার পাশে বাগান গুলো সহজে ভ্রমন করতে পারবেন। পাশের চা বাগান গুলো তেমন আকর্ষন নয়। বেশি সাজানো গোছানো নয় তাই এরকম সুন্দর হয় না। ভিতরে বেশিরভাগ চাবাগান সজ্জিত। সারা বছর সবুজ পাতা থাকে। কারন তারা পানি সরবরাহ করে তাদের উৎপাদন বাড়ানোর জন্...