মাধবপুর লেক নয়নাভিরাম লেক। আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ি চা বাগান বেষ্টিত লেইক টি প্রায় ২ কিলোমিটার লম্বা আকাবাকা হয়ে গেছে। নিস্তব্ধ পরিবেশ পরিবেশ মন বিচলিত করবে। এই লেইকটি মাধবপুরে অবস্থিত, ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন। শ্রীমঙ্গল থেকে যেকোন ধরনের গাড়ী ভাড়া করে ভ্রমন করতে পারবেন এই দর্শনীয় স্থান। দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার।
শ্রীমঙ্গলে রেস্টুরেন্ট এর তালিকা চায়ের রাজধানী বলে খ্যাত শ্রীমঙ্গল। তাই এই স্থানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তার সাথে পর্যটকের মনে বাসা বাঁধে শ্রীমঙ্গল দেখার। যদিও শহর টি ছোট, একটি উপজেলা তবুও অনেক গুনে গুণান্বিত। এর প্রচার প্রসার জেলার চেয়েও বেশি। এক সময় ব্রিটিশের অবস্থান এখানেই ছিল বেশি। দিন দিন দেশি বিদেশি পর্যটকের আগমনে স্থানীয় লোকেরা রেস্টুরেন্ট খুলেছেন শ্রীমঙ্গলে । কয়েকটি রেস্টুরেন্টের নাম এখানে দেয়া হলো । ( ১ ) কুটুমবাড়ি - খুবই জনপ্রিয় খাবার পরিবেশনকারী রেস্তোরা। অনেক দিন ধরে সুনাম ধরে রাখছে কারন তাদের খাবারের মান ভালো, পরিবেশ ও ভালো। অর্ডারের পরই খাবার রান্না করা হয়। তার মানে হচ্ছে টাটকা খাবার। সব ধরনের দেশি ও ইন্ডিয়ান খাবারের ব্যবস্থা রয়েছে। পার্সেলে খাবার নেওয়া যায়। শহরের প্রান কেন্দ্রে স্টেশন রোড এ চৌমুহনা সংলগ্ন এই রেস্টুরেন্ট এর অবস্থান। দুপুরের ও রাতের খাবার এর ব্যবস্থা এই রেস্টুরেন্ট করে থাকে। পর্যটকের জন্য পরিবেশ বান্ধব রেস্তোরা। ( ২ ) পানসী - ভালো রুচি সম্মত খাবার পাওয়া যায়। ক...