স্বাগতম আপনাকে বাংলাদেশের প্রশস্ত জলপ্রপাত হামহামে। এই জলপ্রপাত আদুমপুর রাজকান্দি বিটে ভারত সীমান্তবর্তি এলাকায় অবস্থিত। জলপ্রপাতটি ভ্রমন করতে হলে প্রায় ৫ কিলোমিটার পাহাড়ি উঁচু নিচু পায়ে চলা পথ ও ছড়া পথ অতিক্রম করে যেতে হবে। শুধু দুঃসাহসী পর্যটকের জন্য উপযুক্ত। এখানে গাইড বাধ্যতামূলক। কারন গহীন বন, ভারত সীমান্ত এলাকা। রাস্তা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। নিরাপত্তার জন্য গাইড প্রয়োজন। কিভাবে যাবেনঃ রিজার্ভ গাড়ীতে যেতে হবে। শ্রীমঙ্গল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
শ্রীমঙ্গলে ভাড়া গাড়ী পাওয়া যায়। এখান থেকে ভাড়া করে সারাদিনের জন্য ভ্রমন করতে পারেন হামহাম ঝর্ণা।