শ্রীমঙ্গলে আপনাকে স্বাগতম। এখানে ভ্রমনের অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। শ্রীমঙ্গল ভ্রমনের জন্য আপনার সহযোগী বা গাইড ভাড়া করে নিতে পারেন যাতে আপনার ভ্রমন সুন্দর ও সঠিক ভাবে হয়। গাইড ছাড়া সঠিক তথ্য পাবেন না, সঠিক সময়ে গুরুত্তপূর্ণ জায়গা ভ্রমন করা সম্ভব হবে না। তাই এখানে কিছু দক্ষ গাইড রয়েছে। এই ওয়েব সাইটে যোগাযোগ করুন গাইড বা ভ্রমন সম্পর্কিত কোন সার্ভিস নেওয়ার জন্য।
• দীর্ঘ মেয়াদি পেশা অনুযায়ী তাদের নাম দেওয়া হলোঃ
• (১) খালেদ হোসেন, মিশনরোড, শ্রীমঙ্গল। যেকোন ধরনের ভ্রমণ সার্ভিস ব্যাবস্থা করে থাকেন।
• (২) রেজবী, শ্রীমঙ্গল। ভ্রমণ গাইডের জন্য যোগাযোগ করতে পারেন। তিনি দক্ষ গাইড এর ব্যবস্থা করে থাকেন। ০১৬ ৭২ ২০ ১৩ ৪৬
• (৩) রুজি – সিলেট বিভাগের একমাত্র প্রথম ভ্রমণ গাইড। এই মহিলা ভ্রমণ পথ পদর্শক হিসেবে অনেক দিন ধরে কাজ করেন। উপরে রেজবীর সাথে যোগাযোগ করে উনাকে বুকিং করতে পারেন।
• (৪) শ্যামল – পরিবেশ বান্ধব ভ্রমণ পথ পদর্শক। পাখি ও বন্য প্রানী নিয়ে বেশি কাজ করেন।
• (৫) মানিক – সিলেট বিভাগে এই লোক কাজ করেন।
• (৬) ইউসুফ – দক্ষ ভ্রমণ গাইড, সারা বাংলাদেশে গাইডিং করার অভিজ্ঞতা রয়েছে এই গাইডের।
• (৭) লিটন – সারা বাংলাদেশে কাজ করেন।
• (৮) রনি- শ্রীমঙ্গল ভিত্তিক কাজ করেন।
• (৯) রাসেল – সারা বাংলাদেশে কাজ করেন।
• (১০) তাপস- সিলেট বিভাগে এই লোক কাজ করেন।
• (১১) শাহিন-শ্রীমঙ্গল ভিত্তিক কাজ করেন।
• (১২) কামরান-শ্রীমঙ্গল ভিত্তিক কাজ করেন।
• (১৩) রামানন্দ-শ্রীমঙ্গল ভিত্তিক কাজ করেন।
• (১৪) আহাদ
• (১৫) চন্দ্র শেখর
• (১৬) বিশ্ব।